=== Bangalir Ekushea Vision News ===
কবীর হুসাইন: প্রধান শিক্ষক, হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজ
https://youtu.be/d5YYGLM9dLI
যোগের উপযোগি শিক্ষার বাধ্যবাদকতা-২
আনন্দিদিল, তালশহর, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
বিশ্বায়ন উপযোগি শিক্ষা এটি এখন গোটা পৃথিবীর জন্যই বাধ্যতামূলক। এখনকার যে শিক্ষা আছে সেই শিক্ষা বিশেষ করে উচ্চ শিক্ষা অর্জনের সাথে পেশাগত চর্চা এটাই বড়ই ব্যবধান তৈরি করছে। যার মাধ্যমে সময়, শ্রম এবং মেধার অপচয় হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ, দেশ, জাতি তথা গোটা সভ্যতা। উক্ত প্রসঙ্গিক বক্তব্যের অংশ বিশেষ তুলে ধরা হল বাঙ্গালীর একুশে ভিশনের গ্লোবাল প্লাটফর্মে।যোগের উপযোগি শিক্ষা তথা বিশ্বায়ন উপযোগি শিক্ষা নিয়ে যে বক্তব্য ধারন করা হয় তা “বাঙ্গালীর একুশে ভিশন” প্রকাশ করা হয়েছে ভডিও ভার্সনে।
No comments:
Post a Comment