Bangalir Ekushea Vision News : সৈয়দ মনির হোসেন আল কাদরী (রহঃ), পীরজাদা, চিলোকূট দরবার শরীফ, চিলোকূট, সাদেকপুর, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া
জেলা সহ দেশের একটি অন্যতম দরবার শরীফ চিলোকূট দরবার শরীফ। উক্ত দরবার
শরীফটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন সাদেকপুর ইউনিয়নের চিলোকূট নাগম
গ্রামে উপস্থিত।
Bangalir Ekushea Vision News: আজিমুল হক ভূঁইয়া শামীম এর উন্নয়ন পরিকল্পনা, ৯নং ওয়ার্ড মেম্বার, শরীফপুর ইউপি, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি অন্যতম ইউনিয়ন হল শরীফপুর। শরীফপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হল ৯নং ওয়ার্ড যা দক্ষিণ তারুয়ার কিছু অংশ এবং রবিউল্লা মার্কেট এর আশপাশের এলাকা নিয়ে গঠিত।
Bangalir Ekushea Vision News : শাহাবুদ্দিন খবির: জ্বালনী ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং রাজনৈতিক সংকট করনীয়
আমাদের পৃথিবীটা এখন একটা যুগসন্ধিক্ষণের সংকট মোকাবেলা করছে। দীর্ঘ দিনের অব্যবস্থাপনা, ভাবনা চিন্তায় ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জড়িয়ে পরা, রাষ্ট্রীয় বা জাতীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদে ব্যবহার করার অপচেষ্টা এটি চলে আসছে
Bangalir Ekushea Vision Times: জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা হল তালশহর, অষ্ট্রগ্রাম হয়ে ব্রাহ্মণবাড়িয়া তে যাতায়তের রাস্তার রাজঘর নামক স্থানের দৃশ্য। অস্ট্রগ্রাম থেকে আমতলি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার নাজেহাল অবস্থা।
No comments:
Post a Comment